ভারতের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ Whatsapp অবশেষে ভারত সরকারের চাপে পড়ে ভুয়ো খবর, ভিডিও ইত্যাদি ছড়ানো রুখতে নতুন ব্যাবস্থা গ্রহন করতে চলেছে।
Whatsapp জানিয়েছে যে তারা মেসেজ ফরওয়ার্ড করার সংখ্যা সীমাবদ্ধ করতে চলেছে – যা এখনও পরীক্ষামূলক পর্যায়ে। ভবিষ্যতে যার সংখ্যা হতে পড়ে মাত্র ৫টি। অন্যান্য দেশের তুলনায় ভারতের মানুষ বেশি সংখ্যায় মেসেজ, ফটো ও ভিডিও শেয়ার করে থাকেন। এতে লাগাম আনতে Whatsapp থেকে ‘কুইক ফরওয়ার্ড’ এর সুবিধাও তুলে নেওয়া হতে পারে। এছাড়াও ফরওয়ার্ড করা মেসেজ অন্যান্য মেসেজর থেকে আলাদা ভাবে চিহ্নিত করার জন্য এই ধরনের মেসেজের উপর ‘ফরওয়ার্ডেড মেসেজ’ বলে লেখা থাকবে।
Whatsapp এর মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো এবং মিথ্যে খবরের কারণে গত এক বছর সময়ে ভারতের ১০ রাজ্যের অন্তত ৩১ জন মারা গিয়েছেন। সম্প্রতি Whatsapp এ ছড়িয়ে পড়া মেসেজের বশবর্তী হয়ে বিদারে শিশু পাচারকারী সন্দেহে মোহাম্মদ আজম নামে এক সফটওয়ার ইঞ্জিনিয়ারকে হত্যা করা হয়।
ভুয়ো খবর নিয়ন্ত্রণে Whatsapp এর এই নতুন পদক্ষেপ কতটা কার্যকারী হবে তা সময়ই বলে দেবে।