শাওমি আবার বাজারে নিয়ে আসতে চলেছে তাদের এন্ড্রয়েড ওয়ান প্রোজেক্টের “A” সিরিজের ফোন। তবে এবার একটা না, বরং দুটো ফোন আসতে চলেছে এই সিরিজের। শাওমি মি A2 আর মি A2 লাইট। এখনো পর্যন্ত যা খবর তাতে মি A2 ভারতে লঞ্চ হবে 8ই আগস্ট। কিন্তু মি A2 লাইট ভারতে লঞ্চ হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়।
তবে mi A2 লাইট যদি লঞ্চ হয় ভারতে, সেটা অন্য একটা আর্টিক্যাল-এ কভার করা হবে।
চলুন দেখে নি এক নজরে Mi A2 তে কি কি রয়েছে।
প্রথমেই যদি ডিসপ্লের কথায় আসি তাহলে Mi A2 তে রয়েছে 5.99 ইঞ্চির 18:9 ফুল-ভিশন ডিসপ্লে 2160×1080 ফুল-HD+ রেজোলিউশন এর সাথে। রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও।
ফোনে রয়েছে স্নাপড্রাগন 660 2.2 Ghz আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ইঞ্জিন এনবেল্ড প্রসেসর। GPU তে আড্রেনো 512 GPU যা যেকোনো হাই-গ্রাফিক গেম আরাম করে চালিয়ে দেবে।
ফোনটি চলছে গুগলের স্টক এন্ড্রয়েড 8.1.0 ওরিও তে। শাওমি র একমাত্র এই “A” সিরিজের ফোনগুলোই গুগলের স্টক এন্ড্রয়েড এ চলে। শাওমির অন্যান্য ফোনগুলো সব শাওমির নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেস MIUI তে চলে। শাওমির তরফ থেকে জানানো হয়েছে যে দু’বছর পর্যন্ত এই ফোনটায় মেজর এন্ড্রয়েড আপডেট আর নিয়মিত মাসিক সিকিউরিটি প্যাচ দেওয়া হবে।
এবার চোখ রাখা যাক ক্যামেরায়। Mi A2-র ডুয়াল ব্যাক ক্যামেরায় রয়েছে 12+20 মেগাপিক্সেল f1.8 সেন্সর যা লো লাইট ফটোগ্রাফি নিয়ে আপনার মাথাব্যথা ঘোচাতে সক্ষম। আর সামনে রয়েছে 20 মেগাপিক্সেল সোনি-র IMX 376 সেন্সর ক্যামেরা যেটা AI এর উপর ভিত্তি করে পোর্ট্রেট সেল্ফি তুলতে পারে। ফ্রন্ট এ সেল্ফি ফ্ল্যাশ আর 4 ইন 1 সুপার পিক্সেল প্রযুক্তির জন্য আপনি কম আলোতেও পোর্ট্রেট সেল্ফি তুলতে পারবেন এই ফোন দিয়ে।
এছাড়া এই ফোনে রয়েছে USB টাইপ-C পোর্ট। কোয়ালকমের ফাষ্ট চার্জিং 4.0 সাপোর্ট-এর সাথে রয়েছে 3010mAh এর ব্যাটারি।
পাশাপাশি রয়েছে ডুয়াল সিম ডুয়াল VoLTE সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, জিপিএস আর ব্লুটুথ 5.0 এর সাপোর্ট।
ফোনটার দুটো ভেরিয়েন্ট পাওয়া যাবে। 4জিবি র্যাম আর 64জিবি স্টোরেজ-এর বেস ভেরিয়েন্ট আর একটা 6জিবি র্যাম আর 128জিবি স্টোরেজের ভেরিয়েন্ট। স্টোরেজ এক্সপ্যানসন-এর কোনো সুযোগ থাকবে না।
এর পর থেকেই এই ফোন নিয়ে আমাদের যাবতীয় হতাশার শুরু। কেন? কারণ এই ফোনে 3.5 mm হেডফোন জ্যাক নেই। অথচ ফোনটা কিন্তু এতটাও স্লিম না যে হেডফোন জ্যাক বাদ দিতে হতোই। শাওমি নাকি ফোনের ডিজাইন সিমেট্রি-র কথা ভেবে এটাকে বাদ দিয়েছে। ফোনের সাথে একটা USB টাইপ-C থেকে 3.5mm কনভার্টার অডিও কেবল আসবে যেটায় আপনারা হেডফোন জ্যাক গুঁজে ব্যবহার করতে পারবেন। কিন্তু এটার জন্য আপনি কোনো একটা মুহূর্তে হয় গান শুনতে পারবেন, অথবা ফোন চার্জ করতে পারবেন, দুটোই একসাথে করতে পারবেন না। MI A1 এ এরকম কোন আপস করার ব্যাপার ছিল না।
পাশাপাশি Mi A1 এর থেকে বড় স্ক্রিন আর শক্তিশালী প্রসেসর ব্যবহার করার পরও 3010mAh ব্যাটারি দেওয়াটাও একটা বড় আপস। যদিও কুইক চার্জ 4.0 সাপোর্ট থাকবে, কিন্তু 10 ওয়াট চার্জার দিয়ে কতটা কি হবে সেটা সময় ই বলবে।
আগের Mi A1 এ হাইব্রিড সিম স্লট ছিলো, আপনি ডুয়াল সিম বা মেমোরি এক্সপ্যানসন এর মধ্যে যেকোনো একটা চয়েস করতে পারতেন। কিন্তু MI A2 তে এবার আর কোনো মেমোরি এক্সপ্যানসন এর সুযোগ নেই।
আর এটা আমার ব্যক্তিগত মতামত যে, ভারতে ক্যাশলেস ইকোনমিকে সাপোর্ট করতে জিওফোনের মতো ফিচার ফোনে যখন NFC পেমেন্ট এর মতো ফিচার থাকতে পারে, তখন ভারতের নং 1 স্মার্টফোন ব্র্যান্ড তাদের মিডিরেঞ্জ স্মার্টফোনগুলোতে NFC পেইমেন্ট ফিচার আনছে না কেন?
মোটের উপর ফোনটা যথেষ্ট ভালো, তবে আরো ভালো করা যেতেই পারতো। তবে একটা কথা বলা যেতেই পারে, 8ই আগস্টের পর থেকে আবার ভারতীয়রা শাওমি-জ্বরে ভুগবে। শাওমি-র ট্রাক রেকর্ড অনুযায়ী শাওমি তাদের যেকোনো সিরিজের আগের আর পরের জেনারেশনের ফোনগুলোর মধ্যে খুব একটা বেশি দামের পার্থক্য রাখে না। সেই থেকে প্রেডিক্ট করা যেতেই পারে যে Mi A2 এর 4জিবি র্যাম/64জিবি স্টোরেজ বেস ভেরিয়েন্ট-এর দাম 15হাজার থেকে 17 হাজার টাকার আশেপাশে থাকবে। বাকিটা জানা যাবে 8ই আগস্ট শাওমি-র লঞ্চ ইভেন্টে।