Asus, Android, এসুস তাদের জেনফোন ম্যাক্স প্রো M1 স্মার্টফোন ভারতে লঞ্চ করে গত 23শে এপ্রিল। এই প্রথমবার এসুস তাদের কোনো স্মার্টফোন ঠিকঠাক দামে ভারতে লঞ্চ করে। এর আগে বেশি দামে ফোন লঞ্চ করা নিয়ে এসুসের বদনাম ছিল।
তার আগে 14ই ফেব্রুয়ারি শাওমি তাদের রেডমি নোট 5 প্রো হ্যান্ডসেটটা ভারতে লঞ্চ করার পর থেকে হ্যান্ডসেটটা প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফ্ল্যাশ সেলে মুড়ি-মুড়কির মতো বিক্রি হতে থাকে। কিন্তু এসুসের জেনফোন ম্যাক্স প্রো M1 লঞ্চ হওয়ার পর তাতে একটু হলেও ভাটা পড়ে। দুটো কারণে,
এক, জেনফোনের স্টক এন্ডয়েড। অনেকেই শাওমির কাষ্টম স্কিন MIUI পছন্দ করেন না। একই বাজেটে স্টক এন্ড্রয়েড-এ চলা স্মার্টফোন পেয়ে অনেকেই জেনফোনের দিকে ঝোঁকেন।
দুই, ফোনের দাম। শাওমি তাদের রেডমি নোট 5 প্রো স্মার্টফোনের 4জিবি র্যাম/64 জিবি স্টোরেজ আর 6জিবি র্যাম/64জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করে যথাক্রমে 13,999 আর 16,999 টাকায়। আর এসুস জেনফোন ম্যাক্স প্রো M1 লঞ্চ করে 3জিবি র্যাম/32জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকায়, আর 4জিবি র্যাম/64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকায়। পাশাপাশি তারা এটাও জানিয়ে রাখে যে এই জেনফোনের একটা হাইয়ার ভেরিয়েন্টও কিছুদিন পর আসবে আপডেটেড ক্যামেরা আর 6জিবি র্যাম/64 জিবি স্টোরেজের সাথে যার দাম হবে 14,999টাকা। উল্লেখ্য, রেডমি নোট 5 প্রো-তে আছে হাইব্রিড সিম স্লট। অন্যদিকে, জেনফোন ম্যাক্স প্রো M1 এ ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
এই অবধি সবকিছুই তবুও ঠিক চলছিল শাওমির। কারণ জেনফোনের লোয়ার ভেরিয়েন্টগুলোর দাম রেডমি নোট 5 প্রোর দামের থেকে কম হলেও ওগুলো ক্যামেরা পারফরম্যান্স-এ রেডমি নোট 5 প্রোর ধারেকাছেও ঘেঁষতে পারছিলো না। কিন্তু সম্প্রতি শাওমি রেডমি নোট 5 প্রো 4 জিবি র্যাম/64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13999 টাকা থেকে বাড়িয়ে 14999টাকা করে দেয়। আবার গত 26শে জুলাই জেনফোন ম্যাক্স প্রো M1 এর 6জিবি র্যাম/64 জিবি স্টোরেজ এর হাইয়ার ভেরিয়েন্টটা প্রথমবারের জন্য ফ্ল্যাশ সেল-এ ওঠে। আর এখান থেকেই চমকের শুরু। জেনফোন তাদের 6জিবি/64 জিবি ভেরিয়েন্ট রেডমি নোট 5 প্রোর বেস ভেরিয়েন্টের সমান দামে আর হাইয়ার ভেরিয়েন্টের থেকে 2000টাকা কম দামে বিক্রি করায় ব্যাপারটা অনেকেরই নজর কাড়ে। আর এসুস যেমন তার জেনফোনের এই হাইয়ার ভেরিয়েন্টটা বেস ভেরিয়েন্টের যাবতীয় সমস্যা ফিক্স করে বাজারে আনার চেষ্টা করে, তেমনই 16+5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোনটার ক্যামেরা পারফরমেন্সেরও অনেকটা উন্নতি ঘটায়। স্ক্রিন, অডিও কোয়ালিটি বা ডিজাইন এর দিক থেকে জেনফোন নিয়ে আগে থেকেই কোনো অভিযোগ ছিলো না গ্রাহকদের মধ্যে। আর ব্যাটারি ক্যাপাসিটি রেডমি নোট 5 প্রোর থেকে জেনফোনের 1000 mAh বেশি ছিল সেই বেস ভেরিয়েন্ট থেকেই। পাশাপাশি ফাস্ট চার্জিংও এই হ্যান্ডসেটে সম্ভব যদি এসুসের নিজস্ব ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করা হয় তবে।
দুটো ফোনই NFC সাপোর্ট করে না, এছাড়া কানেকটিভিটি বা সেন্সর এর ব্যাপারে দুটো ফোনই একইরকম।
তাহলে বলা যেতেই পারে যে বাজারে এখন সত্যিই বহুপ্রতীক্ষিত “রেডমি নোট 5 প্রো কিলার” এসে গেছে। বাকিটা জনতার রায়।