জেনফোন ম্যাক্স প্রো M1 6 জিবির পর এবার Huawei-এর সাবব্র্যান্ড Honor ভারতের বাজারে লঞ্চ করে দিলো তাদের রেডমি নোট 5 প্রো কিলার, Honor 9N। কেন এই স্মার্টফোনকে রেডমি নোট 5 প্রো কিলার বলা হচ্ছে তা জানতে আর্টিক্যালটা পুরোটা পড়ুন।

প্রথমেই বলে রাখা ভালো যে এই Honor 9N স্মার্টফোনটা Honor-এর 9 lite মডেলের আপডেটেড ভার্সন। আগের মতো এই ফোনেও রয়েছে গ্লাস-স্যান্ডউইচ ডিজাইন। আপনার আগের স্মার্টফোনটা যদি মেটাল ইউনিবডি ডিজাইনের হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই Honor 9N এর ডিজাইনে নতুন কিছু খুঁজে পাবেন।

ডিসপ্লের কথা বলতে গেলে বলতে হয় এই ফোনে রয়েছে 5.8 ইঞ্চির 19:9 এসপেক্ট রেসিওর 2280×1080 রেসলিউশনের ফুল HD+ আইপিএস নচ্ ডিসপ্লে। নীচের Honor ব্র্যান্ডিংটা ইগনোর করলে বা দূর থেকে দেখলে সামনে থেকে ফোনটাকে আইফোন X ও মনে হতে পারে। স্বাভাবিকভাবেই এই ফোনটা রেডমি নোট 5 প্রোর থেকে অনেক বেশি স্টাইলিশ। ডিসপ্লের কালার ডেপথও বেশ খানিকটা বেশি (432 পিপিআই>409 পিপিআই) রেডমি নোট 5 প্রোর থেকে। এই ফোনের ফর্ম-ফ্যাক্টর এক হাতে ব্যবহারের জন্যও বেশ উপযোগী যেটা রেডমি নোট 5 প্রোর ক্ষেত্রে সম্ভব নয় যদি না আপনার হাত খুব বড় হয়।

এরপর আসি ক্যামেরায়। হনর 9এন-এ রয়েছে 16 মেগাপিক্সেল+2 মেগাপিক্সেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এনবেল্ড ডুয়াল রিয়ার ক্যামেরা। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেল AI এনবেল্ড সেলফি ক্যামেরা। Huawei বেশ অনেকদিন আগে থেকেই তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে AI ব্যবহার করে আসছে যার কারণে AI বেসড্ অপটিমাইজেশন-এ Honor শাওমির থেকে অনেক বেশি অভিজ্ঞ। ক্যামেরার ছবিও তাই বেশ কিছু ক্ষেত্রে রেডমি নোট 5 প্রোর থেকে ভালো, তবে লো লাইট ফটোগ্রাফিতে এটা কিছুটা পিছিয়ে রেডমি নোট 5 প্রোর থেকে ক্যামেরার অ্যাপারচার কম হওয়ার জন্য।

এই ফোনে রয়েছে মাইক্রোUSB পোর্ট আর 3.5 mm হেডফোন জ্যাক। পাশাপাশি রয়েছে ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই এর কানেকটিভিটি ও। দুর্ভাগ্যবশত NFC নেই। ফোনের 3000 mAh এর ব্যাটারি AI অপ্টিমাইজড্, যার জন্য ফোনটা একবার চার্জ দিলে প্রায় সারাদিন ব্যবহারের পরও ব্যাটারি বেশ কিছুটা বেঁচে থাকে। AI চার্জিং ফেসিলিটি 10 ওয়াটের চার্জার দিয়েও তাড়াতাড়ি ফোন চার্জ করতে সক্ষম।

ফোনটি চলছে Huawei-এর কাস্টম ইউজার ইন্টারফেস EMUI 8-এ,যেটা এন্ড্রয়েড 8 ওরিও বেসড্। প্রসেসর বলতে ফোনে রয়েছে Huawei-এর নিজস্ব প্রযুক্তির হাই-সিলিকন কিরিন 659 চিপসেট যা AI ইঞ্জিন এনবেল্ড। মিডিয়াম বা হাই সেটিংস এ যেকোনো গ্রাফিক ইনটেনসিভ গেম চালাতে সক্ষম ফোনটা। তিনটে ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে, 3 জিবি র‍্যাম/32 জিবি স্টোরেজ, 4জিবি র‍্যাম/64 জিবি স্টোরেজ আর 4জিবি র‍্যাম/128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যার দাম যথাক্রমে ₹11999 ₹13999 আর ₹17999। এই ফোনের বেস ভেরিয়েন্ট আর 4/64 জিবি ভেরিয়েন্ট শাওমির রেডমি নোট 5 প্রো-কে যে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে তা আর বলার অপেক্ষা রাখেনা। আর এই মুহুর্তে ভারতের স্মার্টফোন মার্কেটের যা অবস্থা তাতে শাওমি আর ক’দিন তাদের নং 1 পজিশন ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার।