আপনি কি PUBG গেম খেলতে খুব পছন্দ করেন? কিন্তু আপনার মিডিরেঞ্জ স্মার্টফোনে মিডিয়াম সেটিংসের উপরে উঠলেই গেম আটকে আটকে চলে? একটা ভালো গেমিং স্মার্টফোনের জন্য কি আপনি ওয়েট করছেন যেটা কিনতে আপনাকে আপনার কিডনি বেচতে হবে না? তাহলে আপনার জন্য সুখবর। Huawei এর সাবব্রান্ড Honor আজ লঞ্চ করতে চলেছে Honor Play স্মার্টফোন। ফোনটা হবে Amazon Exclusive, মানে আপাতত শুধুমাত্র amazon.in-এ ই ফোনটা পাওয়া যাবে। এই ফোনটা লঞ্চ হলে এটা এক ঢিলে দুই পাখি মেরে দিতে পারে। শাওমির Mi A2 আর নোকিয়া 7 প্লাস এর জন্য এই ফোন কঠিন চ্যালেঞ্জ হয়ে যেতে পারে।
প্রথমেই ডিসপ্লের কথা বলতে গেলে বলতে হয় এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চির 19.5:9 এসপেক্ট রেসিওর 2340×1080 রেসলিউশনের ফুল HD+ আইপিএস নচ্ ডিসপ্লে। নীচের হনর ব্র্যান্ডিংটা ইগনোর করলে বা দূর থেকে দেখলে সামনে থেকে ফোনটাকে আইফোন X ও মনে হতে পারে। তবে, ডিসপ্লেটা বেশ বড় হওয়াতে গেমিং-এ বা ভিডিও প্লেব্যাক-এর ক্ষেত্রে বেশ ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
এরপর আসি ক্যামেরায়। Honor Play-তে রয়েছে 16 মেগাপিক্সেল+2 মেগাপিক্সেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এনবেল্ড ডুয়াল রিয়ার ক্যামেরা। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেল AI এনবেল্ড সেলফি ক্যামেরা। Honor তাদের যেকোনো সেগমেন্টের ফোনেই মোটের উপর ভালো একটা ক্যামেরা এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করে, AI এনবেল্ড Honor Playও এর ব্যতিক্রম নয়।
এই ফোনে রয়েছে USB টাইপ-C পোর্ট আর 3.5 mm হেডফোন জ্যাক। পাশাপাশি রয়েছে ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই এর কানেকটিভিটি ও। NFC আছে কিনা সেটা অফিসিয়াল কনফার্মেশন পেলে আপডেট করা হবে। ফোনের 3750 mAh এর ব্যাটারি AI অপ্টিমাইজড্, যার জন্য ফোনটা একবার চার্জ দিলে প্রায় দেড় থেকে দুদিন নর্মাল ব্যবহারের পরও ব্যাটারি বেশ কিছুটা বেঁচে থাকে। আপনি যদি হেভি গেমার হন তবুও এই ফোন আপনাকে একদিন সার্ভিস দিতেই পারে। AI চার্জিং ফেসিলিটির জন্য 18 ওয়াটের চার্জার খুব তাড়াতাড়ি এই ফোনকে চার্জ করতে সক্ষম।
ফোনটি চলছে হুয়াউই-এর কাস্টম ইউজার ইন্টারফেস ইমোশন ইউ.আই 8-এ,যেটা এন্ড্রয়েড 8 ওরিও বেসড্। প্রসেসর বলতে ফোনে রয়েছে হুয়াউই-এর নিজস্ব প্রযুক্তির হাই-সিলিকন কিরিন 970 ফ্ল্যাগশিপ চিপসেট যা AI ইঞ্জিন এনবেল্ড। তার উপর রয়েছে GPU Turbo প্রযুক্তি যা হাই সেটিংস এ যেকোনো গ্রাফিক ইনটেনসিভ গেম এর এক্সপেরিয়েন্স আরো ভালো করার পাশাপাশি ব্যাটারিও বাঁচাবে। 4D smart shock প্রযুক্তি আপনাকে গেম চলাকালীন ভাইব্রেশন বা Haptic Feedback দিয়ে আপনাকে গেমের মধ্যে আরো ডুবে যেতে সাহায্য করবে।
দুটো ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে, 4জিবি র্যাম/64 জিবি স্টোরেজ আর 6জিবি র্যাম/128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। বেস ভেরিয়েন্টের দাম ₹20,000 এর আশেপাশে থাকতে পারে। বলে রাখা ভালো যে এই কিরিন 970 প্রসেসর আর GPU Turbo প্রযুক্তি এর আগে Honor ব্যবহার করেছিল তাদের ফ্ল্যাগশিপ ফোন Honor 10 এ। এবার এই স্মার্টফোনের সামনে শাওমি Mi A2 বা নোকিয়া 7 প্লাস কিভাবে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার।
আমাজন থেকে Honor Play কিনতে এখানে ক্লিক করুন।