বহু প্রতীক্ষিত JIO GigaFiber এর রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে আগামী 15 ই আগস্ট। প্রথম পর্যায় এই পরিষেবা 1100 টি শহরে চালু হতে চলেছে এবং সুদূর ভবিষ্যতে আরো বেশি জায়গাতে এই পরিষেবা মিলবে।
Jio GigaFiber হল Reliance JIO-র অত্যাধুনিক ব্রডব্যান্ড পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি টিভিও দেখা যাবে। এছাড়াও থাকবে কল করার সুবিধা। এই পরিষেবা ব্যবহার করার জন্য প্রদান করা হবে একটি JIO GigaFiber রাউটার আর সঙ্গে একটি JIO GigaTV সেটটপ বক্স।
কিভাবে এই পরিষেবা পাওয়ার জন্য আবেদন করবেন?
Jio gigafiber এর রেজিস্ট্রেশন শুরু হবে আগামী 15 ই আগস্ট। রেজিস্টার করার জন্য আপনাকে যেতে হবে JIO-র ওয়েবসাইটে অথবা My JIO অ্যাপে।
JIO GigaFiber এর আরো আপডেট পেতে নিয়মিত ভিজিট্ করুন আমাদের ওয়েবসাইট।