ইদানীং স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলো তাদের ফোনগুলো তৈরির পাশাপাশি গ্রাহকদের কিডনির কথাও মাথায় রাখছে। আমরা কিছুদিন আগেই দেখলাম Honor Play স্মার্টফোনকে, যেটায় Honor এর ফ্ল্যাগশিপ প্রসেসর Hisilicon Kirin 970 আর GPU Turbo প্রযুক্তি ছিল। এগুলো এর আগে একমাত্র Honor এর ফ্ল্যাগশিপ Honor 10 স্মার্টফোনেই সীমাবদ্ধ ছিল, কিন্তু Honor Play স্মার্টফোন মাত্র ₹19999 টাকায় আপনার জন্য এই ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স নিয়ে হাজির হয়েছে। যাইহোক, এই Honor হলো Huawei এর সাবব্রান্ড। কেমন হয় যদি কোনো Tier I স্মার্টফোন ব্র্যান্ড এইরকম করে দেখায়? উত্তর খুঁজবো আমরা আমাদের এই আর্টিকেল-এ।
LG বরাবরই ভালো ফ্ল্যাগশিপ স্মার্টফোন বানিয়ে থাকে, কিন্ত স্মার্টফোনগুলোর দাম অতিরিক্ত রকমের বেশি হয়। Top Tier ব্র্যান্ডগুলো থেকে যদিও এরকমটাই আশা করা যায়, তবুও LG এর স্মার্টফোনগুলো দুটো কারণে দিন দিন ভারতের বাজারে আন্ডারডগ হয়ে পড়ে:
প্রথমত, মার্কেটিং-এ একদম নজর না দেওয়া
দ্বিতীয়ত, গ্লোবাল লঞ্চ হওয়ার অনেকদিন পর ভারতের বাজারে স্মার্টফোন লঞ্চ করা। এই দেরি করে লঞ্চের জন্য অনেক গ্রাহক ফোনটা নিতে আগ্রহী থাকার পরও অন্য কোনো অপশন খুঁজতে বাধ্য হয়।
তা এই দেরিতে লঞ্চ করার ট্রেন্ড ফলো করেই ভারতের বাজারে এলো LG G7+ Thinq, গ্লোবাল লঞ্চের প্রায় দেড়-দু’মাস পরে। কিন্তু এবারে গ্রাহকরা এখনো ফোনটার ব্যাপারে বেশ আগ্রহী। কারণ একটাই, ফোনের দাম। এই প্রথম LG এর মত ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে লঞ্চ করলো ₹39990 এ। গ্লোবাল মার্কেট থেকেও কম দামে। এটা কি কমপ্লিট স্মার্টফোন? চলুন দেখে নিই।
প্রথমেই ডিসপ্লের কথা বললে বলতে হয়, এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চির 19.5:9 এর 3120×1440 Quad HD+ রেসলিউশনের IPS নচ্ ডিসপ্লে। 564 ppi পিক্সেল ডেন্সিটির জন্য ডিসপ্লেটা দেখতে AMOLED ডিসপ্লের থেকে কোনো অংশেই কম মনে হয় না। বরং IPS এর নিখুঁত কালারের পাশাপাশি HDR10 আর Dolby Vision এর সাপোর্ট দারুন একটা ডিসপ্লে এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
ফোনটার সামনে আর পিছনে দুদিকেই Corning Gorilla Glass 5 এর কোটিং রয়েছে। পাশাপাশি রয়েছে মিলিটারি গ্রেড ড্রপ টেস্টের সার্টিফিকেশনও যা থেকে এই ফোনটাকে বেশ ভালোরকমই মজবুত বলে মনে হয়। এখানেই শেষ নয়, এই ফোনটা IP68 Dust and Water Resistant। সুতরাং বলা যেতেই পারে যে ফোনটার Built কোয়ালিটি নিয়ে LG কোনোরকম কোনো আপস করেনি।
এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। LG এর ফোনের ক্যামেরা নিয়ে বরাবরই সুনাম রয়েছে। এই ফোনে রয়েছে 16+16 মেগাপিক্সেল এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এনবেল্ড ডুয়াল রিয়ার ক্যামেরা সেন্সর, যার একটা f1.6 এর 71° RGB সেন্সর যেটা লো-লাইট ফটোগ্রাফির জন্য উপযোগী, আরেকটা f1.9 এর 107° Wide angle সেন্সর। 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা পোর্ট্রেট সেলফি তুলতে সক্ষম। পাশাপাশি IP68 রেটেড হওয়ার জন্য আপনি চাইলে কিছুক্ষনের জন্য আন্ডারওয়াটার ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি ও করতে পারবেন। এই ফোনে আপনি 4K 60fps পর্যন্ত রেসলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সঙ্গে।
এই ফোনে রয়েছে 6জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ যা আপনি 512জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। 2.8 GHz-এর Snapdragon 845 প্রসেসর আর Adreno 630 GPU এই ফোনে যেকোনো ধরণের অ্যাপ বা গেম মাখনের মতো চালিয়ে দেবে।
এই ফোনে রয়েছে 3000mAh এর ব্যাটারি কোয়ালকমের Quick Charge 4 এর সাপোর্টের সঙ্গে। পাশাপাশি রয়েছে 15 ওয়াট অবধি Wireless Charging এর সাপোর্টও।
কানেকটিভিটির ব্যাপারে এই ফোনে রয়েছে জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথ আর NFC এর সাপোর্ট। ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্ট key ও রয়েছে। ডুয়াল 4G VoLTE সাপোর্টের পাশাপাশি মাইক্রোSD কার্ডেরও সাপোর্ট রয়েছেহাইব্রিড সিম স্লট-এর জন্য। USB টাইপ-C এর পাশাপাশি Hi-Fi Quad Dac এনবেল্ড 3.5 mm অডিও জ্যাকও রয়েছে যা আপনাকে অসাধারন রকমের অডিও এক্সপেরিয়েন্স দেবে বলে LG-র দাবি।
তাহলে ফ্ল্যাগশিপ এর পাশাপাশি কমপ্লিট স্মার্টফোনের এক্সপেরিয়েন্স যদি করতে চান, তবে নিজের কিডনি বাঁচান আর আজই Flipkart থেকে অর্ডার করুন LG G7+ Thinq।