আপনি কি কমপ্লিট স্মার্টফোন খুঁজছেন? টাকাপয়সা নিয়ে কোনো চাপ নেই? দরকার পড়লে কিডনিও রয়েছে ব্যাক আপ দেওয়ার জন্য? তাহলে আপনাদের জন্য এসে গেছে Samsung এর Galaxy Note 9। ভয় নেই এই Note ফাটবে না। Samsung এতে 8 ধরণের টেষ্ট করে তারপর নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পেয়ে তবেই ফোনটা লঞ্চ করেছে। চলুন দেখে নিই কি রয়েছে এই ফোনে।
প্রথমেই আসি ডিসপ্লের কথায়। Samsung এর ফ্ল্যাগশিপ ফোনে ডিসপ্লে বরাবরই দারুন হয়। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চির 1440×2960 রেসলিউশনের Quad HD+ Super AMOLED Edge ডিসপ্লে 516 ppi পিক্সেল ডেন্সিটির সাথে। তার উপর রয়েছে কর্নিংয়ের Gorilla Glaas 5 এর 3D Curved Glass-এর প্রোটেকশন। হাত থেকে খুব বাজেরকম ভাবে না পড়লে এই ফোনের ডিসপ্লে খুব সহজে ভাঙবে না। পাশাপাশি রয়েছে HDR 10-এর সাপোর্টও। HDR কন্টেন্ট খুব ভালো চলবে এই ফোনে। ফোনটা Samsung এর 2.7 GHz Exynos 9810 প্রসেসর এ চলছে। ফোনটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যাবে। 6জিবি র্যারম 128জিবি স্টোরেজের সাথে আর 8জিবি র্যা ম 512 জিবি স্টোরেজের সাথে। হাইব্রিড স্লটের সাহায্যে স্টোরেজ আরো 512 জিবি বাড়ানো যাবে। এন্ড্রয়েড 8.0 ওরিও বেসড্ Experience UI সফটওয়্যার চালিত এই ফোন যেকোনো ধরণের হেভি অ্যাপ বা গেম খুব সহজেই চালাতে সক্ষম। ডিসপ্লের পাশাপাশি ক্যামেরার জন্যও Samsung এর ফ্ল্যাগশিপ খুব নামকরা। এই ফোনে রয়েছে 12+12 মেগাপিক্সেল-এর ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মধ্যে একটা f1.5-2.4 ভেরিয়েবল অ্যাপারচার-এর সেন্সর , আরেকটা f2.4 অ্যাপারচার-এর সেন্সর। ভিডিও রেকর্ডিংয়ে 4K 60fps ফুটেজ ক্যাপচার করতে সক্ষম এই ক্যামেরা। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল-এর f1.7 সেলফি ক্যামেরা যা সেলফি প্রেমীদেরকে মোটেই হতাশ করবেনা।
এই ফোনের গ্লাস স্যান্ডউইচ ডিজাইন আর wireless charging সাপোর্ট ফোনটাকে আরো আকর্ষণীয় করে তোলে। ফোনটা IP68 রেটেড ডাস্ট আর ওয়াটার রেসিস্টেন্ট হওয়াতে এটা দিয়ে আপনি চাইলে কিছুক্ষনের জন্য আন্ডারওয়াটার ভিডিওগ্রাফিও করতে পারবেন। এছাড়াও কানেকটিভিটি র ক্ষেত্রে এই ফোনে রয়েছে USB টাইপ-C, ব্লু-টুথ, GPS, NFC আর 3.5 mm অডিও জ্যাক। অডিও এক্সপেরিয়েন্স samsung এর ফোনে বেশ ভালো, বিশেষ করে samsung এর AKG earphone-এর অডিও output দারুন। ফোনে রয়েছে 4000mAh এর non-removable ব্যাটারি যেটা আগের Note 7 ফোনের মতো ফাটবে না বলে Samsung দাবি করে আসছে। ফাস্ট চার্জিং এর সাপোর্টও রয়েছে ফোনে।
এ তো গেল ফোনের কথা। এবার আসি তার কথায় যেটার জন্য Note সিরিজ অন্য সব ফোনের থেকে আলাদা, S Pen। Note 9 এর S Pen এবার অন্যবারের S pen গুলো থেকে একটু অন্যরকমের,ব্লুটুথ এনবেল্ড। পাশাপাশি ফোনের মধ্যেই চার্জ হওয়ার জন্য S Pen-এ রয়েছে wireless charging এর সুবিধাও। এই পেন ব্যবহার করে ফোনে বিভিন্ন editing বা presentation বানানোর পাশাপাশি এবার থেকে লঞ্চ করা যাবে ক্যামেরা, তোলা যাবে সেলফি ও।
এবার আসি দামের কথায়। LG এর মত Samsung কিন্তু ফোনের দাম গ্রাহকদের কিডনি বাঁচানোর কথা মাথায় রেখে করেনি। 6জিবি/128জিবি ভেরিয়েন্টটা পাওয়া যাবে ₹67900-এ, যেখানে 8জিবি/512জিবি ভেরিয়েন্টটার জন্য আপনাকে খরচা করতে হবে ₹84900। যদি পয়সার অভাব না থাকে বা কিডনি হারানোর চিন্তা যদি না করতে হয়, তাহলে নিয়ে নিতেই পারেন Samsung Galaxy Note 9। আফটার অল, এটাও একটা কমপ্লিট ফ্ল্যাগশিপ স্মার্টফোন।