অবশেষে গত 15 ই আগস্ট শুরু হলো বহু প্রতীক্ষিত JIO GigaFiber পরিষেবার পাওয়ার আবেদন প্রক্রিয়া। কিন্তু এখনও JIO র তরফ থেকে ট্যারিফ প্ল্যানস্  ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

জিও GigaFiber পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন? এর জন্য আপনাকে যেতে হবে jio.com ওয়েবসাইটে। তারপর আপনাকে ক্লিক করতে হবে GigaFiber এর রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিংকে। এরপর আপনার সামনে খুলে যাবে একটি ফর্ম, যেখানে আপনাকে দিতে হবে আপনার পুরো নাম, মোবাইল নম্বর আর যে জায়গায় আপনি GigaFiber কানেকশন নিতে চান তার তথ্য। এরপর আপনার মোবাইলে একটি OTP অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে যেটা ওয়েবসাইটে দিলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তবে কবে থেকে এই পরিষেবা চালু হবে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। যে অঞ্চল থেকে যত বেশি আবেদন আসবে সেই অঞ্চলে তত তাড়াতাড়ি এই পরিষেবা চালু করা হবে। JIO GigaFiber এর ইনস্টলেশনের জন্য আপনাকে ঠিক কত টাকা খসাতে হবে সে সম্পর্কে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। তবে একবার শোনা যাচ্ছিল এর জন্য দিতে হতে পারে 4500 টাকা যা ফেরতযোগ্য, অর্থাৎ আপনি পরিষেবা ছেড়ে দিতে চাইলে আপনাকে ঐ অর্থমূল্য ফেরত দিয়ে দেওয়া হবে।


এবার কথা বলা যাক প্লানস্ এর ব্যাপারে। প্রথমে তিন মাস প্রিভিউ অফারের আওতায় বিনামূল্যেই পাওয়া যাবে JIO র এই পরিষেবা। এই প্ল্যান এর আওতায় সর্বাধিক 100mbps গতি পাওয়া যাবে। 100GB অতিক্রম করলে গতি কমে গিয়ে যাবে 1mbps। তবে চিন্তার কোনো কারণ নেই কারণ এরপর আপনি রিচার্জ করতে পারবেন add-on প্যাক যা আপনাকে দেবে 40GB পর্যন্ত ডাটা। মজার ব্যাপার হল এই add-on প্যাক রিচার্জ করার জন্য আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না, সবই পাওয়া যাবে বিনামূল্যে।

এছাড়াও GigaFiber এর সঙ্গে পাওয়া যাবে অতিরিক্ত কিছু পরিষেবা। এর মধ্যে আছে JIO GigaTV, JIO SmartHome আর বহু প্রচলিত JIO অ্যাপস।