মিডরেঞ্জ সেগমেন্টে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স করাতে স্মার্টফোন ব্র্যান্ডগুলো বেশ আগ্রহী হয়ে উঠেছে। কিছুদিন আগে honor play লঞ্চ করে চমকটা দিয়েছিল Huawei এর সাবব্রান্ড honor। এবার ভারতের 1নং স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi নিয়ে এলো তাদের সাবব্রান্ড Poco-র Poco f1 স্মার্টফোন। অনলাইন এক্সক্লুসিভ এই Poco আজই পা রাখলো ভারতের স্মার্টফোন মার্কেটে। চোখ ধাঁধানো হার্ডওয়্যার আর সফটওয়্যার-এর পাশাপাশি অবিশ্বাস্য দাম আর Xiaomi-র সাবব্রান্ড, এই তিনের মিশেল ই ভারতীয়দের উন্মাদনার পারদ চড়ানোর জন্য যথেষ্ট। পাশাপাশি এই ফোনের সার্ভিস আর সাপোর্ট ও Xiaomi ই দেখবে তাই সেসব নিয়ে চিন্তিত না হলেও চলবে। আসুন দেখে নিই কি রয়েছে এই Poco f1 স্মার্টফোনে।
প্রথমেই যদি এর মূল আকর্ষণের কথা বলতে হয় তাহলে বলি, ₹20000 এর নিচে এটা বিশ্বের প্রথম ফোন যেটা Snapdragon 845 AIE(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন) প্রসেসর-এ চলবে। 2.8 গিগাহার্টজ-এর Snapdragon 845 এর পাশাপাশি এই ফোনে থাকবে Adreno 630 GPU যা এই ফোনে যেকোনো ধরণের অ্যাপস্ বা গেম মাখনের মতো চালাতে পারবে। পাশাপাশি অনেকক্ষন ধরে হেভি গেমিং করলে ফোন যাতে খুব বেশি গরম না হয়ে যায় তার জন্য ফোনে রয়েছে লিক্যুইড কুলিং প্রযুক্তি যা এর আগে দেখা গেছে Samsung-এর Galaxy S9 ফ্ল্যাগশিপ-এ।
ফোন-এর ডিসপ্লে হিসেবে রয়েছে 6.18 ইঞ্চির 18.7:9 Full HD+ IPS নচ্ ডিসপ্লে। সাথে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশনও।
ফোনের ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল-এর, যেটা পোর্ট্রেট সেলফি তুলতে সক্ষম। ফ্রন্ট ক্যামেরার পাশে রয়েছে একটা ইনফ্রারেড সেন্সর, যেটা অন্ধকারের মধ্যেও Face Unlock করতে সাহায্য করে। এছাড়া ফোনে রয়েছে 16+5 মেগাপিক্সেল-এর ডুয়াল ক্যামেরা সেন্সর যেটা ডুয়াল পিক্সেল অটোফোকাস প্রযুক্তির সাহায্য নিয়ে ছবি তুলতে পারে। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর উপর ভিত্তি করে এই ক্যামেরা নিজে নিজেই কোনো ছবি তোলার আগে বেষ্ট সেটিংস্ বেছে নেয়।
ফোনে রয়েছে 4000mAh ব্যাটারি, যা একবার পুরোপুরি চার্জ করলে সারাদিন ফোনটাকে চালাতে পারবে। পাশাপাশি Quick Charge 3.0 এর সাপোর্টও রয়েছে যা এই ফোনকে খুব তাড়াতাড়ি চার্জও করে ফেলতে পারবে।
কানেকটিভিটির সুবিধা বলতে ফোনে রয়েছে 4G+ প্রযুক্তি, ভারতে এই প্রথমবার কোনো ফোনে 4G+ প্রযুক্তি ব্যবহার করা হলো। পাশাপাশি এতে রয়েছে ডুয়াল VoLTE-র সুবিধাও। ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, USB টাইপ-C আর 3.5 mm অডিও জ্যাকও রয়েছে এই ফোনে। স্টিরিও অডিও এফেক্টও পাওয়া যাবে স্পিকার মোডে গান শোনবার সময়।
ফোনটা 4টে ভেরিয়েন্ট-এ পাওয়া যাবে ফোনটা। 3 তে পলিকার্বনেট এর 6জিবি র্যাম/64জিবি স্টোরেজ, 6জিবি র্যাম/128 জিবি স্টোরেজ, 8জিবি র্যাম/256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যার দাম পড়বে যথাক্রমে ₹20999, ₹23999 এবং ₹28999। আর একটা কেভলার এর 8জিবি র্যাম/ 256 জিবি স্টোরেজ টপ-ভেরিয়েন্ট যার দাম ₹29999। 4টে কালার ভেড়িয়েন্টে পাওয়া যাবে এই ফোন- স্টিল ব্লু, গ্রাফাইট ব্ল্যাক, রোজি রেড আর আর্মার্ড ব্ল্যাক।
7 দিন পর, 29শে আগস্ট, প্রথমবারের জন্য এই ফোনটার ফ্ল্যাশ সেল চলবে flipkart.com এ। প্রথম সেলে HDFC ব্যাংক কার্ড-এ 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে এই ফোনের বেস ভেরিয়েন্ট আপনি পেতে পারেন কুড়ি হাজার টাকার নীচে। এই ফোন সরাসরি কড়া চ্যালেঞ্জ-এর মুখে ফেলবে honor play, OnePlus 6 আর Asus Zenfone 5z কে। তাই আর দেরি না করে কিডনির টেনশন বাদ দিয়ে ঘড়ি ধরে বসে পড়ুন কম্পিউটার বা স্মার্টফোন নিয়ে, কারণ এই ফোন নিতে হলে আপনাকে ফ্ল্যাশ সেল-এর ইঁদুর দৌড় সামলাতে হবে।