বুধবার অবশেষে ভারতের ই-কমার্স দৈত্য Flipkart নিয়ে আসলো নতুন ই-কমার্স প্লাটফর্ম  2GUD, যেখানে পাওয়া যাবে রিফারবিসড্ ইলেক্ট্রনিক্স দ্রব্য। গত বছরই Flipkart অধিগ্রহন করে eBay India -কে। কিন্তু গত মাসেই Flipkart -এর সিইও কল্যাণ কৃষ্ণমূর্থী eBay India বন্ধের কথা ঘোষণা করেন এবং এরই প্রতিস্থাপন হিসাবে 2GUD -এর জন্ম।

বর্তমানে 2GUD -এ আপনি পাবেন সস্তায় রিফারবিসড্ মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, স্ট্রিমিং ডিভাইস ইত্যাদি। কিন্তু সুদূর ভবিষতে এখানে পাওয়া যাবে স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট,টিভি সহ মোট 400 রকমের জিনিস। এখন আপনার মনে হতেই পারে কি এই রিফারবিসড্ দ্রব্য? এককথায় রিফারবিসড্ দ্রব্য হল পুরোনো দ্রব্য কিন্তু নতুনের মতো অর্থাৎ জিনিসগুলো পুরোনো হলেও নতুন বলেই মনে হবে। এতে আপনি নতুন জিনিসও পাবেন আর পকেটেও চাপ পড়বে না।

এই নতুন ই-কমার্স পোর্টালের দাবি অনুযায়ী, 2GUD শুধুমাত্র অব্যাবহৃত এবং Flipkart গ্রাহকদের ফেরত পাঠানো জিনিসই বিক্রি করে। তবে বিক্রির আগে বিক্রিত দ্রব্যগুলোর মধ্যে যাতে কোনো খুঁত না থাকে তা এক্সপার্টরা পর্যবেক্ষণ করে নেন। এর জন্য এই সংস্থা F1 Info Solutions and Services সহ আরো অন্যন্য সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

এই ওয়েবসাইটের দ্রব্যগুলোকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলি হলো:

  1. আনবক্সড লাইক নিউ: এগুলো একেবারেই অব্যবহৃত জিনিস। এইসব জিনিসে থাকবে 12 মাসের ওয়ারেন্টি।
  2. রিফারবিসড্ সুপার্ব: এগুলো খুবই কম ব্যাবহৃত দ্রব্য। এগুলোতে অতি সামান্য স্ক্র্যাচ থাকলেও থাকতে পারে। এইসব জিনিসেও থাকবে 12 মাসের ওয়ারেন্টি।
  3. রিফারবিসড্ ভেরি গুড: এগুলো অল্প বাবহৃত দ্রব্য। এইসব সামান্য স্ক্র্যাচ থাকতে পারে। এইসব জিনিসে থাকবে 6 মাসের ওয়ারেন্টি।
  4. রিফারবিসড্ গুড: এগুলো ব্যাবহৃত দ্রব্য। এইসব জিনিস স্ক্র্যাচ থাকতে পারে। এইসব জিনিসেও থাকবে 6 মাসের ওয়ারেন্টি।
  5. রিফারবিসড্ ওকে: এগুলো খুবই ব্যাবহৃত জিনিস। এগুলোতে যথেচ্ছ স্ক্র্যাচ থাকতে পারে। এইসব জিনিসেও থাকবে 6 মাসের ওয়ারেন্টি।

Flipkart -এর দাবি 2GUD এর সমস্ত দ্রব্য 47 টি স্তর বিশিষ্ট কোয়ালিটি চেক এর মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়। উদাহণস্বরূপ একটি মোবাইল ফোনের স্ক্রীন থেকে ব্যাটারি সমস্ত জিনিস পরীক্ষা করা হয়। এর মধ্যে কোনো একটি পার্ট খারাপ বের হলে সেটিকে পুরোপুরি বদলে দেওয়া হয়। সমস্ত জিনিসেই থাকছে 3 থেকে 12 মাসের ওয়ারেন্টি।

প্রসঙ্গত eBay India এই মাসেরই 14 তারিখ থেকে নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছিল আর পরিষ্কার করে দিয়েছিল যে Flipkart নতুন কিছু আনতে চলেছে। তবে 2GUD কি eBay India -র যথাযত প্রতিস্থাপন? একদমই না। 2GUD হলো একটি সম্পূর্ণ আলাদা ধরনের ওয়েবাইট। তবে এখনও যারা eBay থেকে জিনিস কিনতে চান তাদের যেতে হবে eBay -র ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে।