কিছুদিন আগেই Xiaomi লঞ্চ করেছে তাদের Android One প্রজেক্ট-এর স্মার্টফোন Mi A2। গতকাল আবার HMD গ্লোবাল লঞ্চ করলো আরেকটা Android One প্রজেক্ট-এর Nokia 6.1 Plus স্মার্টফোন। আর আজকে, Infinix ব্র্যান্ড লঞ্চ করলো তাদের Android One প্রোজেক্টের স্মার্টফোন Infinix Note 5। মনে হতেই পারে যে, সব ব্র্যান্ডের Android One প্রজেক্ট নিয়ে এতো মাতামাতির কারণ কি? এত কম সময়ের অন্তরে এতগুলো আলাদা আলাদা ব্র্যান্ডের Android One স্মার্টফোন ভারতে লঞ্চ হওয়াটা কি গ্রাহকদের জন্য ভালো? জানতে হলে পুরো আর্টিক্যালটা পড়তে হবে।
প্রথমেই আমাদের জানতে হবে Android One প্রজেক্টটা ঠিক কি জিনিস! আগে Google এর stock Android সরাসরি এক্সপেরিয়েন্স করার জন্য বেশ অনেকটা টাকা খরচা করে Nexus সিরিজের ফোন কিনতে হতো। কিছুদিন পর Nexus-এর জায়গায় এলো Google-এর Pixel লাইন-আপ। কিন্তু Google-এর Stock Android সস্তায় এক্সপেরিয়েন্স করার কোনো উপায় পাওয়া যাচ্ছিল না। অথচ stock Android এর চাহিদা দিন দিন আকাশছোঁয়া হয়ে দাঁড়াচ্ছিলো। অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো যারা এতদিন তাদের স্মার্টফোন-এ নিজেদের custom UI ব্যবহার করছিলো, তারা এই stock Android এর চাহিদা না মেটাতে পারায় বাজার হারাচ্ছিলো।

তাই সস্তায় stock Android এক্সপেরিয়েন্স করানোর জন্য স্মার্টফোন সংস্থাগুলো Google-এর সঙ্গে একটা চুক্তি করে, যেখানে ফোনের হার্ডওয়্যার-এর দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট সংস্থা, কিন্তু ফোনের সফটওয়্যার এর দায়িত্ব থাকবে Google-এর হাতে। শুধু তাই নয় দু’বছর পর্যন্ত নিয়মিত মাসিক সিকিউরিটি প্যাচ আর android OS আপগ্রেড-এর ব্যাপারটাও Googleই দেখবে। এই চুক্তিই হলো Android One প্রজেক্ট।
ভারতের বাজারে প্রথম Android One স্মার্টফোন আসে 15 সেপ্টেম্বর 2014 সালে। Micromax, Spice আর Karbonn এই তিনটে ব্র্যান্ড গুগলের সাথে যৌথভাবে নিজের নিজের Android One স্মার্টফোন লঞ্চ করে। তবে একই সময়ে অনেক ভালো হার্ডওয়্যার সম্পন্ন Xiaomi Redmi 1S লঞ্চ হওয়াতে এই Android One হ্যান্ডসেটগুলোর বিক্রিতে বেশ কিছুটা ভাটা পড়ে। তার কিছুদিন পর Lava ব্র্যান্ড ও Android One স্মার্টফোন বাজারে নিয়ে আসে। কিন্তু এই Micromax, Spice, Lava, Karbonn এর মত ব্র্যান্ডগুলোর সার্ভিস আর সাপোর্ট খুবই খারাপ হওয়ার দরুন প্রাথমিকভাবে Android One স্মার্টফোন বাজারে চেয়ে গেলেও আস্তে আস্তে তা গুরুত্ব হারানো শুরু করে।
ছবিটা বদলানো শুরু হয় Xiaomi-র Mi A1-এর হাত ধরে। Xiaomi বরাবরই কম দামে ভালো হার্ডওয়্যারসম্পন্ন ফোন বাজারে আনার জন্য বিখ্যাত। কিন্তু Xiaomi-র ফোনগুলো তাদের নিজস্ব MIUI তে চলতো, এখনো তাইই চলে। তবুও গত বছর 5th সেপ্টেম্বর Xiaomi গ্রাহকদের আবেদনে সাড়া দিয়ে প্রথমবারের জন্য তাদের Android One স্মার্টফোন Mi A1 লঞ্চ করে ভারতে। এই স্মার্টফোনকে ঘিরেই আবার নতুন করে Android One প্রজেক্ট নিয়ে গ্রাহকদের আগ্রহ জন্মাতে থাকে। এরপর Xiaomi-র দেখাদেখি HMD গ্লোবালও শুধুমাত্র চীন দেশকে বাদ দিয়ে ভারত ও অন্যান্য দেশে Android One প্রোজেক্টের আওতায় এসে লঞ্চ করতে থাকে Nokia-এর স্মার্টফোন।
কিন্তু সমান্তরালভাবে আরেকটা সমস্যাও উঠে আসতে থাকে, সেটা হলো দামের সমস্যা। প্রথম Android One স্মার্টফোন ভারতে লঞ্চ হয় ₹6499এ। Mi A1 স্মার্টফোন লঞ্চের সময় এই দাম বেড়ে দাঁড়ায় ₹14999 তে। Nokia-র Android One স্মার্টফোন Nokia 7 Plus-এর দাম ₹25000 এর আশেপাশে। সম্প্রতি Xiaomi-এর Mi A2 আর HMD Global-এর Nokia 6.1 Plus স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে যথাক্রমে ₹16999 আর ₹15999 মূল্যে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে কম দামে Google এর stock Android এক্সপেরিয়েন্স করানোর লক্ষ্য থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে Android One। আর যেই না এমনটা ভাবা, অমনি চমক। Infinix আজ তাদের Android One হ্যান্ডসেটটা ভারতের বাজারে এনেছে ₹10000-এর ও কম এ। দামে সস্তা হলেও স্পেসিফিকেশন আর পারফরম্যান্স-এর দিক থেকে এই স্মার্টফোন ₹10000 টাকার কম বাজেটের যেকোনো ফোনকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।
কিন্তু কিভাবে?
এইসব প্রশ্নের উত্তর পেতে আর Nokia 6.1 Plus-এর ব্যাপারে জানতে পরবর্তী আর্টিক্যালগুলোতে চোখ রাখুন।