Infinix গতকাল লঞ্চ করেছে তাদের প্রথম android one স্মার্টফোন infinix Note 5। অনেকদিন পর ₹10000 এর নিচে কোনো Android One স্মার্টফোন লঞ্চ করলো কোনো ব্র্যান্ড। আর এটাই হয়তো Infinix ব্র্যান্ডের জন্য গেমচেঞ্জিং সিদ্ধান্ত হয়েও দাঁড়াতে পারে।
সস্তায় Google এর stock android সরাসরি গ্রাহকদের এক্সপেরিয়েন্স করানোর লক্ষ্য থেকে ক্রমাগতই দূরে সরে যাচ্ছিল এই Android One প্রজেক্ট। কারণ ফোনের দাম। এই ফোনটা লঞ্চ হওয়ার আগে Android One প্রোজেক্টের সাম্প্রতিক সবচেয়ে সস্তার ফোন ছিল Nokia 3.1 যার দাম ₹10499। ₹10000 টাকার বেশি দামের যেকোনো ফোন হয়তো Pixel লাইন-আপের তুলনায় সস্তা হতে পারে, কিন্তু আদতে একজন সাধারণ গ্রাহকের কাছে তা মোটেই সস্তা নয়। তাই বলা যেতেই পারে Infinix Note 5 সাধারণ গ্রাহকদের Android One-এর সাধ মেটাতে সাহায্য করবে। চলুন এবারে দেখে নিই সস্তার এই Android One ফোনে কি কি রয়েছে।
প্রথমেই ডিসপ্লের কথা এলে বলতে হয়, এই ফোনে রয়েছে 5.99ইঞ্চির 18:9 Full HD+ রেসলিউশনের Full View IPS ডিসপ্লে। 2.5D Curved glass থাকলেও ডিসপ্লে প্রোটেকশন-এর ব্যাপারে Infinix কিছু জানায়নি।
এই ফোনে রয়েছে মিডিয়াটেক-এর Helio P23 অক্টা-কোর প্রসেসর যা ফোনে দৈনন্দিন সাধারণ কাজের জন্য বা লাইট গেমিংয়ের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী। পাশাপাশি রয়েছে 3/4 জিবি র্যাম যথাক্রমে 32/64 জিবি স্টোরেজের সাথে।
ফোনের সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেল-এর f2.0 সেলফি ক্যামেরা যেটা সফ্ট ফ্ল্যাশ-এর সাহায্যে কম আলোতেও ভালো সেলফি তুলতে পারবে বলে সংস্থার দাবি।
পেছনে রয়েছে 12 মেগাপিক্সেল-এর f2.0 ক্যামেরা সেন্সর। দুটো ক্যামেরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)-এর উপর ভিত্তি করে Scene Detect বা Portrait Mode -এর ব্যবহার করতে পারে। পাশাপাশি এই ফোনে রয়েছে Google Lens-এর সাপোর্টও।
এবার বলি এই ফোনের অন্যতম আকর্ষণের ব্যাপারে। এই ফোনে রয়েছে 4500 mAh এর ব্যাটারি যা ফুল চার্জে অন্তত দেড় দিন চলবে মিডিয়াম থেকে হেভি ইউসেজে। পাশাপাশি এই ফোন ফাষ্ট চার্জিং সাপোর্ট করে যাকে সংস্থা নাম দিয়েছে “X-চার্জিং”। ফোনের সাথে 18 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে যা ফোনকে ফাষ্ট চার্জ করতে সাহায্য করবে।
কানেকটিভিটির ক্ষেত্রে এই ফোনে রয়েছে ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনের সিকিউরিটির জন্য। এই ফোনে ডুয়াল সিমের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড microSD কার্ড স্লটও যা দিয়ে ফোনের মেমোরি 128জিবি অবধি বাড়ানো যাবে।
আপাতত 3জিবি র্যাম আর 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফ্লিপকার্ট-এ পাওয়া যাবে 31 আগস্ট বেলা 12টায়। দাম ₹9999। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই 4জিবি র্যাম আর 64 জিবি স্টোরেজের ভেরিয়েন্টও আনতে চলেছে তারা।
Infinix ব্র্যান্ড গতবছর থেকে চলতি ট্রেন্ড ফলো করে বেশ ধারাবাহিকভাবে বেশ অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করে চলেছে। কিন্তু Android One স্মার্টফোন লঞ্চ করাটা অপ্রত্যাশিত ছিল এই ব্র্যান্ডের থেকে। এই এক বছরে Infinix ব্র্যান্ড বেশ ভালোই পসার বানিয়ে ফেলেছে ভারতের অনলাইন মার্কেটে। সাপোর্ট আর সার্ভিস ও দিন দিন উন্নত করছে এই ব্র্যান্ড। এবার সাধারণের জন্য Infinix-এর এই Android One ফোন লঞ্চ করার মাস্টারস্ট্রোক সাধারণ মানুষই কতটা ভালোভাবে গ্রহণ করে সেটা সময়ই বলবে।