এখন স্মার্টফোন ব্র্যান্ডগুলো যে Android One স্মার্টফোন লঞ্চ করার দিকে ঝুঁকেছে, আর কেন ঝুঁকেছে তা আমরা ক’দিন আগেই একটা আর্টিক্যালে কভার করেছি। আর HMD Global এর হাত ধরে পুনরুজ্জীবিত Nokia সেইসব প্রথম সারির স্মার্টফোন ব্র্যান্ডগুলোর একটা যারা শুধুমাত্র চীন দেশ বাদে গোটা বিশ্বে Android One প্রোজেক্টের আওতায় স্মার্টফোন লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। গত 21শে আগস্ট তারা ভারতের বাজারে আনে তাদের লেটেস্ট মিডরেঞ্জ Android One স্মার্টফোন Nokia 6.1 Plus। এই স্মার্টফোনটা প্রায় মাস দুয়েক আগে চীনে যে Nokia x6 স্মার্টফোন লঞ্চ হয়, তারই রিব্র্যান্ডেড গ্লোবাল ভার্সন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে একই স্মার্টফোনের চীনা আর গ্লোবাল ভেরিয়েন্ট আলাদা আলাদা নামে কেন বিক্রি হচ্ছে আর চীনের ভেরিয়েন্টটা Android One প্রোজেক্টের মধ্যে নেই কেন? তার কারণ, চীনে Google-এর উপর সরকারের নিষেধাজ্ঞা জারি করা রয়েছে যার জন্য সেখানে Android One প্রোজেক্টও নিষিদ্ধ। আর গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি না সৃষ্টি করতেই আলাদা আলাদা নামে চীনা আর গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ করার সিদ্ধান্ত HMD Global-এর। চলুন দেখে নি এবার এই ফোনে কি রয়েছে-
প্রথমেই ডিসপ্লের কথায় আসি। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চির 19:9 Full HD+ রেসলিউশনের IPS নচ্ ডিসপ্লে। বলা বাহুল্য এটাই Nokia-র তরফের প্রথম নচ্ ডিসপ্লের ফোন। ডিসপ্লে প্রোটেকশন বলতে রয়েছে Corning Gorilla Glass 3-এর 2.5D Curved Glass।
ফোনটাকে চালাচ্ছে 1.8 গিগাহার্টজ-এর Snapdragon 636 অক্টা-কোর প্রসেসর আর GPU রয়েছে Adreno 508 যা যেকোনো অ্যাপস্ বা গেম আরাম করে চালিয়ে দিতে পারে।
ক্যামেরার কথা বলতে গেলে বলতে হয় এই ফোনে রয়েছে 16+5 মেগাপিক্সেল এর f2.0 ডুয়াল ক্যামেরা সেট আপ যাতে auto HDR ফিচার রয়েছে। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেল-এর f/2.0 সেলফি ক্যামেরা যেটা অবশ্যই সেলফি প্রেমীদের জন্য ভালো খবর। Google Lens-ও ইন্টিগ্রেটেড রয়েছে এই ফোনে। 4K রেসলিউশনের ভিডিও আর স্লো-মোশন ভিডিও রেকর্ডিংও করা যাবে এই ফোন দিয়ে।
ফোনটার গ্লাস স্যান্ডউইচ ডিজাইন আর নচ্ ডিসপ্লে সত্যিই নজর কাড়ার মতো। তবে ওয়ারলেস চার্জিং এর সুবিধা নেই এই ফোনে।
কানেকটিভিটির ক্ষেত্রে রয়েছে ডুয়াল 4G VoLTE এর সাপোর্ট। পাশাপাশি রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, USB টাইপ-C আর 3.5 mm অডিও জ্যাকও।
ফোনটা পাওয়া যাবে 4জিবি র্যাম আর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে। ডুয়াল সিম এই হ্যান্ডসেটে হাইব্রিড সিমস্লট রয়েছে যার মাধ্যমে আপনি ফোনের মেমোরি 400জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
30শে আগস্ট দুপুর 12টায় প্রথমবারের জন্য ফ্লিপকার্ট-এ এই ফোনের ফ্ল্যাশ সেল চলবে। দাম মাত্র ₹15999। এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো কনফিউজড হতে পারেন Nokia 6.1 plus আর MiA2-এর মধ্যে কোন হ্যান্ডসেটটা নেবেন তা নিয়ে। যদি আপনি Nokia-র ফ্যান হন আর এই ফোনের ডিজাইন এবং পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান তবে অবশ্যই এই ফোনটা নিতে পারেন। কিন্তু এই ফোনের থেকেও বেশি শক্তিশালী হার্ডওয়্যার আর ক্যামেরা চান তবে আর ₹1000 বেশি দিয়ে ₹16999-এ নিয়ে নিন MiA2। ওই একই দিনে একই সময়ে MiA2 হ্যান্ডসেটেরও ফ্ল্যাশ সেল চলবে amazon.in-এ। দুটো স্মার্টফোনের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে Nokia-র ব্র্যান্ড-ভ্যালু আর Android One স্মার্টফোনে Xiaomi-র থেকে তাড়াতাড়ি সফটওয়্যার আপডেট দেওয়ার ট্রাডিশন কিছুটা হলেও Nokia 6.1 Plus-কে এগিয়ে রাখবে। তাহলে আর দেরি না করে তৈরি হয়ে যান ফ্ল্যাশ সেল-এর ইঁদুর দৌড়ের জন্য।