Amazon এর সাব-ব্র্যান্ড 10.or কিছুদিন আগেই লঞ্চ করেছে তাদের লেটেস্ট স্মার্টফোন D2। প্রসঙ্গত এই ‘D’ সিরিজ হলো তাদের সবথেকে কম দামের স্মার্টফোন রেঞ্জ। এই ফোনে রয়েছে 5.45 ইঞ্চ HD+ ডিসপ্লে, কোয়ালকম স্নাপড্রাগণ 425 প্রসেসর, 2GB বা 3GB র্যাম আর 16GB বা 32GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ₹6999 টাকা আর 3GB র্যাম ভ্যারিয়েন্টের দাম ₹7999 টাকা। কিন্তু 10.or এর 10.or.E এর দাম 3GB ভ্যারিয়েন্টের দাম ₹6999 টাকা। অর্থাৎ 10.or.D2 এর পরিবর্তে 10.or.E কেনা লাভজনক। চলুন দেখে নেওয়া যাকে ঠিক কি কি কারণে আপনার 10.or.D2 কেনা উচিত নয়।
- প্রসেসর: 10.or.D2 তে রয়েছে স্নাপড্রাগণ 425 প্রসেসর, কিন্তু একই দামে 10.or.E তে আপনি পেতে যাচ্ছেন স্নাপড্রাগণ 430 প্রসেসর।
- ডিসপ্লে: 10.or.D2 তে রয়েছে HD+ ডিসপ্লে আর সেই জায়গায় 10.or.E তে আছে ফুল HD ডিসপ্লে।
- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার: 10.or.E তে উপস্থিত রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা 10.or.D2 তে নেই।
- স্টোরেজ: 10.or.D2 তে রয়েছে 16GB স্টোরেজ, একই দামে 10.or.E তে আছে 32GB স্টোরেজ।
- র্যাম: একই দামে আপনি 10.or.E তে পাবেন 10.or.D2 এর তুলনায় 1GB বেশি র্যাম।
- ব্যাটারি: 10.or.D2 তে রয়েছে 3200mAh ব্যাটারি, যেখানে 10.or.E তে রয়েছে 400mAh ব্যাটারি।
আশাকরি এইবার আপনি বুঝে গেছেন আপনার কোন স্মার্টফোন কেনা উচিৎ।