Huawei IFA 2018 অনুষ্ঠানে ঘোষণা করলো তাদের নতুন চিপসেট Kirin 980, যা পূর্ববর্তী Kirin 970 এর তুলনায় পারফরম্যান্স আর এফিসিয়েন্সি দুই দিক থেকেই এগিয়ে। এটি হলো বিশ্বের প্রথম 7nm AI মোবাইল চিপসেট।

চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে এই নতুন চিপসেটে। এতে রয়েছে ARM Cortex-A76 ও Cortex-A55 সিপিইউ এবং Mali-G76 জিপিইউ। এটি Cat 21 সহ বিশ্বের প্রথম চিপসেট, যা সাপোর্ট করবে 1.4 Gbps আপলোড স্পিড। এছাড়াও এটি প্রথম চিপসেট যা সাপোর্ট করবো LPDR4 2,133 MHz র‍্যাম। Kirin 980 তে রয়েছে 6.9 বিলিয়ন ট্রান্সিস্টর এবং এটি আকারে খুবই ছোট।

Kirin 980 হলো একটি অক্টা কোর চিপসেট। এতে রয়েছে 2 টি হাই পারফরমেন্স Cortex-A76 কোর, 2 টি এনার্জি এফিসিয়েন্ট Cortex-A76 কোর আর 4 টি এফিসিয়েন্ট Cortex-A55 কোর। Huawei এর দাবি তাদের এই নতুন চিপসেট 10nm চিপসেটের থেকে 20% বেশি ফাস্ট এবং 40% বেশি পাওয়ার এফিসিয়েন্ট। অন্যদিকে Mali-G76 জিপিইউ এর আছে 46% অধিক গ্রাফিক্স পারফরমেন্স ক্ষমতা এবং এটি 178% পাওয়ার এফিসিয়েন্ট।

Huawei বেশ কিছুদিন ধরেই AI নিয়ে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। Kirin 980 ও এর ব্যাতিক্রম নয়। এই AI চিপসেট গেমিং ওয়ার্ক লোড অনুযায়ী অপ্টিমাল পারফরমেন্স পেতে সাহায্য করবে। এছাড়াও এটি মিনিটে 4600 টি ইমেজ প্রসেস করতে সক্ষম, যা Kirin 970 এর থেকে 120% বেশি শক্তিশালী। এছাড়াও এটি সাপোর্ট করে Caffee, Tensorflow and Tensorflow Lite এর মতো কিছু সাধারণ AI ফ্রেমওয়ার্ক।

Huawei Mate 20 হতে চলেছে Kirin 980 যুক্ত প্রথম মোবাইল ফোন। আগামী 16ই অক্টোবর লন্ডনে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এছাড়াও Honor Magic 2 তে ও থাকবে এই চিপসেট।