কিছুদিন আগেই Realme 2 লঞ্চ হওয়ায় নচ্ ডিসপ্লের ট্রেন্ড ₹10000 এর কম বাজেটেও চলে এসেছে। স্বাভাবিকভাবেই ভারতের নং 1 স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi-এর থেকেও একটা নচ্ ডিসপ্লের ফোন জনগণ বেশ কিছুদিন ধরে প্রত্যাশা করছিল। MiA2 Lite-এর গ্লোবাল লঞ্চ করার সময় হালকা একটা প্রত্যাশা তৈরি হয়েছিল Xiaomi-এর থেকে, কিন্তু এই ফোনটা Xiaomi তখন ভারতে আনেনি। বরং এখন সেই একই ফোন তারা ভারতে আনলো, কিন্তু Stock Android-এর পরিবর্তে তাদের নিজস্ব MIUI ROM-এর সঙ্গে, নাম Redmi 6 Pro। “দেশ কা নয়া স্মার্টফোন” কি জনগণের প্রত্যাশার প্রতি সুবিচার করতে পারলো? জানতে আর্টিক্যালটা পুরোটা পড়ুন।

এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো এর ডিসপ্লে। 5.84 ইঞ্চির full HD+ রেসলিউশনের ডিসপ্লে রয়েছে এই ফোনে।

12+5 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে এই ফোনে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)-এর উপর ভর করে ছবি তুলবে, পাশাপাশি থাকবে AI পোর্ট্রেট মোড আর AI সিন ডিটেকশন এর সুবিধাও। 1.25 মাইক্রন আকারের পিক্সেল কম আলোতেও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করবে। সামনের 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা AI পোর্ট্রেট মোড এর সাহায্য নিয়ে ভালো সেলফি তুলতে সক্ষম।

তবে দু’বছরের পুরনো Snapdragon 625 প্রসেসর এই ফোনে ব্যবহার করে Xiaomi যথেষ্ট হতাশ করেছে। 14 nm এর এই প্রসেসর adreno 506 GPU এর সাথে বেশিরভাগ অ্যাপস্ বা গেম চালিয়ে দিতে পারলেও এই রেঞ্জের অন্যান্য ফোনের প্রসেসরের তুলনায় এটা অনেকটাই মন্থর।
তবে পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসরের সঙ্গে 4000mAh ব্যাটারির কম্বিনেশনটা বেশ ভালো, ফাষ্ট চার্জিং-এর সাপোর্ট নেই কোনো।

ফোনের সফটওয়্যার-এর কথা বলতে গেলে, এই ফোনটা চলছে Xiaomi-র নিজস্ব MIUI 9.5-এ যা এন্ড্রয়েড 8.1 অপারেটিং সিস্টেম ওরিও বেসড্। খুব শীঘ্রই হয়তো এই ফোনে MIUI 10-এর আপডেট মিলবে।

ফোনে ট্রিপল স্লট (ডুয়াল সিম স্লট+ মাইক্রোSD স্লট) থাকলেও ডুয়াল 4G VoLTE সাপোর্ট নেই যা আবারও ফোনের একটা খামতির মধ্যে পড়ে।

কানেকটিভিটি অপশন বলতে এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রোUSB পোর্ট আর 3.5mm হেডফোন জ্যাক সবকিছুই রয়েছে। NFC ছাড়া অন্যান্য দরকারি যাবতীয় সেন্সরও রয়েছে এই ফোনে।

সিকিউরিটি-র কথা বলতে গেলে এই ফোনে মিলবে ফিঙ্গারপ্রিন্ট আর Face Unlock-এর সুবিধাও।

এবার আসি দামের কথায়। 3 জিবি র‍্যাম আর 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এবং 4 জিবি র‍্যাম আর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট-এর দাম পড়বে যথাক্রমে ₹10999 আর ₹12999। এই দামে এই ফোন কোনোভাবেই মেনে নেওয়া যায় না, যেখানে এই ফোনের বেস ভেরিয়েন্টের সমান দামে Zenfone Max Pro M1-এর বেস ভেরিয়েন্ট বা ₹2000 কমে Realme 1 আর Realme 2-এর বেস ভেরিয়েন্ট ভারতের বাজারে ইতিমধ্যেই রয়েছে। আর এই ফোনের থেকে ₹1000 কমে রয়েছে infinix-এর Note 5 স্মার্টফোন যাAndroid One প্রোজেক্টের মধ্যে রয়েছে। এছাড়া নচ্ ডিসপ্লের সাথে আসা Huawei Honor 9N ও এই ফোনের হাইয়ার ভেরিয়েন্টের চেয়ে দেখতে আর পারফরম্যান্স-এর দিক থেকে অনেক ভালো। দু’বছরের পুরনো প্রসেসর আর নচ্ ডিসপ্লের জন্য এত দামের কোনো ফোন “দেশ কা নয়া স্মার্টফোন” খেতাবের দাবিদার হওয়াটা অস্বাভাবিক। তবে Xiaomi যে তাদের “Honest Pricing” এর পথ থেকে ক্রমশ সরে যাচ্ছে তা এই ফোন থেকে পরিষ্কার। তবুও যারা এই ফোনটা কিনতে ইচ্ছুক তারা 11ই সেপ্টেম্বর ঠিক দুপুর 12টায় ফ্ল্যাশ সেলের জন্য তৈরি হয়ে বসে পড়ুন Amazon.in ওয়েবসাইট খুলে।