“দেশ কা নয়া স্মার্টফোনস্” ট্যাগ নিয়ে আসা Redmi 6 Pro আর Redmi 6 স্মার্টফোনের মধ্যে আমরা Redmi 6 Pro নিয়ে যে রীতিমতো হতাশ তা আগের আর্টিক্যালেই জানিয়েছি। আজকের কিস্তিতে আমরা দেখবো Redmi 6ও কি আমাদের একইরকম হতাশ করতে চলেছে, নাকি সত্যিই এই স্মার্টফোন নিয়ে উচ্ছ্বসিত হওয়া যেতে পারে।
প্রথমেই ডিসপ্লের কথায় আসি। 5.45 ইঞ্চির 18:9 HD+ রেসলিউশনের full Vision ডিসপ্লে রয়েছে এই ফোনে। কোনো ডিসপ্লে প্রোটেকশন নেই। তবে ফোনটা যথেষ্ট কমপ্যাক্ট আর আপনি এটাকে এক হাতে ব্যবহার করতে পারবেন কোনোরকম অসুবিধা ছাড়াই।
12+5 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে এই ফোনে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)-এর উপর ভর করে ছবি তুলবে, পাশাপাশি থাকবে AI পোর্ট্রেট মোড আর AI সিন ডিটেকশন এর সুবিধাও। 1.25 মাইক্রন আকারের পিক্সেল কম আলোতেও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করবে। সামনের 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা AI পোর্ট্রেট মোড এর সাহায্য নিয়ে ভালো সেলফি তুলতে সক্ষম।
Mediatek-এর নতুন 12nm-এর 2.0 গিগাহার্টজ Helio P22 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে যা নাকি যথেষ্ট শক্তিশালী আর পাওয়ার এফিশিয়েন্ট বলে Xiaomi-র দাবি। তবে এই ফোনের 3000 mAh ব্যাটারি হয়তো কোথাও বেরোনোর সময় আপনার ব্যাগের মধ্যে একটা পাওয়ার ব্যাংক নেওয়ার কথা ভাবাতেই পারে।
ফোনের সফটওয়্যার-এর কথা বলতে গেলে, এই ফোনটা চলছে Xiaomi-র নিজস্ব MIUI 9.5-এ যা এন্ড্রয়েড 8.1 অপারেটিং সিস্টেম ওরিও বেসড্। খুব শীঘ্রই হয়তো এই ফোনে MIUI 10-এর আপডেট মিলবে।
ফোনে ট্রিপল স্লট (ডুয়াল সিম স্লট+ মাইক্রোSD স্লট) থাকার পাশাপাশি রয়েছে ডুয়াল 4G VoLTE সাপোর্টও। Redmi 6 Pro-র দাম এই ফোনের চাইতে ₹3000 বেশি হওয়া সত্ত্বেও তাতে ডুয়াল 4G VoLTE-র সাপোর্ট নেই। এটাই কোনো ফোনে নতুন প্রসেসর আর দু’বছরের পুরনো প্রসেসর ব্যবহারের পার্থক্য।
কানেকটিভিটি অপশন বলতে এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রোUSB পোর্ট আর 3.5mm হেডফোন জ্যাক সবকিছুই রয়েছে। NFC ছাড়া অন্যান্য দরকারি যাবতীয় সেন্সরও রয়েছে এই ফোনে।
সিকিউরিটি-র কথা বলতে গেলে এই ফোনে মিলবে ফিঙ্গারপ্রিন্ট আর Face Unlock-এর সুবিধাও।
এবার আসি দামের কথায়। Redmi 6-এর 3জিবি র্যাম আর 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট-এর ফ্ল্যাশ সেল রয়েছে ফ্লিপকার্ট-এ পরশু, 10 সেপ্টেম্বর দুপুর 12টায়। দাম ₹7999। দাম নিয়ে আমার কোনো অভিযোগ হয়তো নেই, কিন্তু ₹10000-এর কমের এই বাজেটে প্রতিযোগিতা বেড়ে গেছে মারাত্মক রকমের। কারণ এই ফোনের থেকে মাত্র ₹1000 বেশীতে পাওয়া যাচ্ছে Realme 2 এর বেস ভেরিয়েন্ট, যাতে রয়েছে এই ফোনের থেকে অনেকটাই বেশি ক্যাপাসিটির ব্যাটারি আর এই ফোনের চাইতে বড় আর নতুন ধরনের নচ্ ডিসপ্লে। নেটিজেনদের অনেকেই আবার Mediatek-এর চাইতে Snapdragon-এর প্রসেসরের প্রতি বেশি গুরুত্ব দেয়, এটাও Redmi 6-কে Realme 2-এর থেকে বেশ কিছুটা পিছিয়ে দিতে পারে। তাই দেশের নং 1 স্মার্টফোন ব্র্যান্ড এই চ্যালেঞ্জ কিভাবে সামলায় সেটাই এখন দেখার।