Oppo-র সাবব্রান্ড Realme কিছুদিন আগে Realme1 স্মার্টফোন বাজারে এনে সবাইকে চমকে দিয়েছিল ফোনের ফিচার আর দাম দিয়ে। যে দামে তারা ফোনটা লঞ্চ করেছিল, কোম্পানির দাবি তারা মাত্র 3% লাভে ফোনটা বিক্রি করেছে। তবে ওই ফোনের কিছু খামতিও ধরা পড়েছিল যেগুলো ঢেকে দিতে তারা সম্প্রতি লঞ্চ করলো নতুন Realme 2। Realme 2 স্মার্টফোন কি Realme 1-এর যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারলো? জানতে হলে পুরো আর্টিক্যালটা পড়তে হবে।

প্রথমেই ডিসপ্লের কথায় আসি। ₹10000 বাজেটের নীচে Realme 2 প্রথম স্মার্টফোন যাতে রয়েছে মডার্ন 19:9 নচ্ ডিসপ্লে 88.8% স্ক্রিন-টু-বডি রেসিওর সাথে। তবে এই ফোনের 6.2 ইঞ্চির HD+ রেসলিউশনের স্ক্রিন Realme 1 স্মার্টফোনের Full HD+ স্ক্রিনের ডাউনগ্রেড মনে হলেও, এই বাজেটে নচ্ ডিসপ্লে দেওয়ার পর অভিযোগ করার মতো খুব বেশি সুযোগ থাকে না। তবে কোনো স্ক্রিন প্রোটেকশন-এর কথা কোম্পানির তরফ থেকে জানানো হয়নি।

13+2 মেগাপিক্সেল F2.2 আর F2.4 ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে এই ফোনে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)-এর উপর ভর করে ছবি তুলবে, পাশাপাশি থাকবে AI পোর্ট্রেট মোড আর AI সিন ডিটেকশন এর সুবিধাও। সামনের ৪ মেগাপিক্সেল F2.2 সেলফি ক্যামেরা AI পোর্ট্রেট মোড এর সাহায্য নিয়ে ভালো সেলফি তুলতে সক্ষম।

এই ফোনে রয়েছে 1.8 গিগাহার্টজ-এর Snapdragon 450 অক্টা-কোর প্রসেসর যা Realme 1 এর Mediatek Helio P60 প্রসেসরের থেকে সরাসরি ডাউনগ্রেড বলাই যায়। কিন্তু তবুও Snapdragon 450 যথেষ্ট শক্তিশালী আর পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর যা যেকোনো অ্যাপস্ বা মিডিয়াম সেটিংস্-এ হেভি গেম চালিয়ে দিতে পারবে। ফোনের 4230 mAh ব্যাটারি সারাদিন ব্যবহারের পরেও বেশ কিছুটা চার্জ ধরে রাখতে সক্ষম।

এবার আসি ফোনের সফটওয়্যার-এর কথায়। ফোনটা চলছে Realme-র নিজস্ব কাস্টম ColorOS 5.1 এ যা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 ওরিও বেসড্।

ফোনে ট্রিপল স্লট (ডুয়াল সিম স্লট+ ডেডিকেটেড মাইক্রোSD স্লট) থাকার পাশাপাশি রয়েছে ডুয়াল 4G VoLTE সাপোর্টও। অথচ Realme 2 এর থেকে ₹2000 বেশি দামের নচ্ ডিসপ্লের ফোন Redmi 6 Pro-তে ডুয়াল 4G VoLTE-র সাপোর্ট নেই। এটাই কোনো ফোনে Snapdragon-এর ই নতুন প্রসেসর আর দু’বছরের পুরনো প্রসেসর ব্যবহারের পার্থক্য।

কানেকটিভিটি অপশন বলতে এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রোUSB পোর্ট আর 3.5mm হেডফোন জ্যাক সবকিছুই রয়েছে। NFC ছাড়া অন্যান্য দরকারি যাবতীয় সেন্সরও রয়েছে এই ফোনে।

সিকিউরিটি-র কথা বলতে গেলে এই ফোনে মিলবে ফিঙ্গারপ্রিন্ট আর Face Unlock-এর সুবিধাও। Realme 1-এর খামতিগুলোর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকাটা ছিল অন্যতম। Realme 2 সেদিক থেকে Realme 1 এর আপগ্রেড বলা চলে।

ফোনটা ডায়মন্ড ব্ল্যাক আর ডায়মন্ড রেড দুটো রং-এ পাওয়া যাবে। 3 জিবি র‍্যাম আর 32 জিবি স্টোরেজ ভেড়িয়েন্টের দাম ₹8990 এবং 4জিবি র‍্যাম আর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে ₹10990। ফ্ল্যাশ সেলে মিলবে এই ফোন শুধুমাত্র ফ্লিপকার্ট-এ। পরবর্তী সেল চলবে মঙ্গলবার, 11ই সেপ্টেম্বর, ঠিক দুপুর 12টায়।

পাঠকদের অনেকেই হয়তো এখনো আমাদের মতোই কনফিউজড এই ফোনটা কি আদৌ Realme1 এর আপগ্রেড নাকি ডাউনগ্রেড সেটা নিয়ে। যাইহোক Realme সেটা একটা ঘোষণার মধ্যে দিয়ে পরিষ্কার করে দিয়েছে যে Realme 1 এর যোগ্য উত্তরসূরী Realme 2 Pro স্মার্টফোন খুব শিগগিরই বাজারে আসবে। আর Realme 2 সরাসরি চ্যালেঞ্জ করবে “দেশ কা নয়া স্মার্টফোনস্” Redmi 6 আর Redmi 6 Pro-কে। Oppo-র থেকে গাঁটছড়া খুলে এলেও Realme ব্র্যান্ড এর স্মার্টফোন-এর সাপোর্ট আর সার্ভিস Oppo-ই দেবে সে কথাও সংস্থার তরফে জানানো হয়েছে। Xiaomi-র Redmiকে সরিয়ে Oppo-র Realme বাজারে কতোটা আধিপত্য বিস্তার করতে পারে সেটাই এখন দেখার।