AMD আনতে চলেছে Athlon 200GE নামের একটি এন্ট্রি-লেভেল ডেস্কটপ প্রসেসর। এটি একটি Zen কোর আর্কিটেকচারের প্রসেসর আর সঙ্গে রয়েছে ইন্টিগ্রেটেড Radeon Vega গ্রাফিক্স। AMD-র দাবি Athlon 200GE প্রদান করবে দ্রুততর কম্পিউটিংয়ের অভিজ্ঞতা আর সঙ্গে খুবই ভালো থার্মাল এফিসিয়েন্সি। এই প্রসেসরটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Intel-এর বাজেট রেঞ্জের প্রসেসর গুলোর সঙ্গে, তবে গ্রাফিক্স পারফরমেন্স আরো ভালো হবে বলে মনে করা হচ্ছে।

Athlon 200GE পাওয়া যাবে আগামী 18ই সেপ্টেম্বর থেকে এবং এর দাম হবে $55 অর্থাৎ ₹4200 টাকার আশেপাশে। Athlon 200GE ছাড়াও AMD ঘোষণা করেছে আরো কিছু বাজেট প্রসেসরের কথা। এইগুলো হলো Athlon PRO 200GE, Athlon 220GE এবং Athlon 240GE আর এগুলি পাওয়া যাবার এই বছরের শেষের দিক থেকে।

এই নতুন প্রসেসরটি ব্যবহার করছে AMD-র AM4 সকেট এবং এটি সাপোর্ট করবে NVMe স্টোরেজ, DDR4 RAM, 4K ডিসপ্লে, সেকেন্ড জেনারেশন USB 3.1 সহ আরো অনেক কিছু। AMD-র দাবি এই প্রসেসরে অনেক বেশি দামের প্রসেসরের ফীচার অনেক কম দামে পাওয়া যাবে। অর্থাৎ অনেক কম খরচ করে ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই প্রসেসর থেকে।

14nm আর্কিটেকচারে তৈরী Athlon 200GE তে রয়েছে দুটো কোর ও চারটি থ্রেড আর সঙ্গে তিনটি গ্রাফিক্স ইউনিট। এর বেস ক্লক ফ্রীকোয়েন্সি হলো 3.2 গিগাহার্টজ এবং এর TDP হলো মাত্র 32 ওয়াট। এটি পূর্ববর্তী A6 প্রসেসরের থেকে 169% বেশি রেসপনসিভ বলে AMD দাবি করেছে।

এখন দেখার বিষয় লাল টিমের (AMD) এই নতুন সদস্য কি পারবে নীল টিমকে (Intel) টক্কর দিতে, নাকি নীল টিমও তৈরী এর যোগ্য জবাব দেওয়ার জন্য।

এক নজরে AMD Athlon™ 200GE এর স্পেসিফিকেশনস:

  • CPU Cores:2
  • Threads:4
  • GPU Cores:3
  • Compute Cores:5 (2 CPU + 3 GPU)
  • Base Clock:3.2GHz
  • Max Boost Clock:3.2GHz
  • Total L1 Cache:192KB
  • Total L2 Cache:1MB
  • Total L3 Cache:4MB
  • Unlocked:No
  • CMOS:14nm
  • Package:AM4
  • Default TDP / TDP:35W
  • Max Temps:105°C
  • Max System Memory Speed:2667MHz
  • Memory Channels:2
  • Graphics Frequency:1000 MHz
  • Graphics Model:Radeon™ Vega 3 Graphics
  • Graphics Core Count:3